অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ০৪:১৬

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় খোরশেদ আলম (৪১) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি দেশীয় তৈরি সচল এলজি, একটি কার্তুজ ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ খোরশেদ গ্রেফতার হন। পরে পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে। আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত খোরশেদ চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত আতর জামানের ছেলে।



আপনার মূল্যবান মতামত দিন: