সুইডেনে গেলো চাঁপাইনবাবগঞ্জের হাঁড়িভাঙ্গা আম

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ০১:০৬

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়েছে বহুবার।

সোমবার (১২ জুন) বিকেলে এ জেলার নাচোলে আম চাষি মো. রফিকুল ইসলামের বাগান থেকে এক মেট্রিক টন হাড়িভাঙ্গা আম সুইডেনে রপ্তানির জন্য পাঠিয়েছেন মেসার্স এমবিবি এগ্রো নামে ফল ও সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

এছাড়া মঙ্গলবার আরও এক মেট্রিক টন আম রপ্তানি হবে একই দেশে। প্রতিষ্ঠানটির মালিক মো. বদরুদ্দোজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ মে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে প্রথম দফায় সাত মেট্রিক টন খিরসাপাত আম লন্ডন ও সুইডেনে রফতানি করা হয়।

নাচোলের আমচাষি রফিকুল ইসলাম জানান, নাচোলের গোলাবাড়ি ইউনিয়নের তেনবোনা এলাকায় তার নিজের ও লিজ নেওয়া মোট ৮৪০ বিঘা জমিতে আমগাছ রোপণ করেন। তিনি হাইব্রিড জাতের বারি-৪, ব্যানানা, আম্রপালি, কাটিমন ও দেশি খিরসাপাত জাতের আম চাষ করছেন এসব জমিতে।

গত বছর সীমিত পরিসরে আম রফতানি হলেও এ বছর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকারের সহযোগিতায় উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে আম চাষ করার মাধ্যমে রপ্তানির সুযোগ পেয়েছেন তিনি।


আপনার মূল্যবান মতামত দিন: