ফরিদপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে "দেশরত্ন শেখ হাসিনার উপহার" কার্যক্রম

সময় ট্রিবিউন | ৪ জুন ২০২৩, ০৩:২১

ছবি- সংগৃহীত

সম্প্রতি ঘটে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের 'দেশরত্ন শেখ হাসিনার উপহার ' স্বেচ্ছা কার্যক্রমের মাধ্যমে ফরিদপুর এবং তদসংলগ্ন এলাকায় সাহায্য পৌঁছে দেয়া হচ্ছে।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদের ব্যক্তিগত উদ্যোগের সাথে সরকারি বিধির মধ্যে তালিকার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে ফরিদপুর জেলা প্রশাসন পরিচালনা করছে এই কার্যক্রম।ইতিমধ্যে ঝড়ে ঘর হারানো একজনকে নতুন ঘর,চারজনকে ঢেউটিন, ৫৫জনকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে এই কার্যক্রমে।

কালবৈশাখীতে ভেঙ্গে যাওয়া ঘর মেরামতের জন্য চারজন ক্ষতিগ্রস্তের হাতে ঢেউটিন তুলে দেয়া হয়েছে। যাদের দুজনকে ঢেউটিন ও নগদ অর্থ দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তাদের হাতে সরাসরি এ ত্রান সামগ্রি তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: কামরুল আহসান তালুকদার পিএএ।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা জনাব আবু নাসের মোহাম্মদ বাবর।

সম্প্রতি ঘূর্ণিঝড়ে ভেঙ্গে পড়ে সদর উপজেলার মোসলেম সেকের ঘর।মোসলেম প্রান্তিক পর্যায়ের একজন কৃষক। বার্ধক্য জনিত রোগে প্রায় ১০ বছর ধরে ভুগছেন। তার একমাত্র ছেলেটিও ভূমিহীন কৃষক। তার ঘরটি এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউজ পোর্টালে বেশ আলোচনা হয়।ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা প্রশাসক বরাবর সাহায্যের আবেদন করেন।বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেন জেলা প্রশাসক। তিনি এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত মোসলেম সেকের পাশে দাড়ান।

এত দ্রুত সাহায্য পাওয়ায় খুশি সহায়সম্বলহীন মোসলেম সেক।তিনি আবেগ আপ্লুত হয়ে জানান " জীবন তো পরায় শ্যাষই।এত তাড়াতাড়ি সরকারি কুন সাহাইজ্য পাই নাই জীবনে।আমি এই শেখ হাসিনার সরকাররে ধইন্যবাদ জানাই।কুন লোকজন ধরা ছাড়াই আমরা আমাগের কতা ডিসি স্যাররে জানাতি পারছি।এইডা এই সরকারেরই অবদান।আল্লাহ পাক শেখের বেটিরে বাচাই রাহুক।"

তালিকা প্রনয়নের মাধ্যমে সরকারি খাদ্য সহায়তার আওতায় ৫৫জনকে চাল প্রদান করা হয়েছে।ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে যারা ঝড়ে নানা ভাবে ক্ষতির শিকার হন,তাদেরকেই এই তালিকায় রাখা হয়েছে। ক্ষতিগ্রস্তদের হাতে জরুরি এ খাদ্য সামগ্রি তুলে দেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিটন ঢালী।তিনি জানান "ঝড়ে, অগ্নিকাণ্ডে কিম্বা অন্য যে-কোন দুর্যোগে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে আমরা বদ্ধ পরিকর।আপনারা আমাদের ক্ষতিগ্রস্তদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।"

কার্যক্রমের উদ্যোক্তা শেখ স্বাধীন শাহেদ জানান "বৈশাখের শুরু থেকে কয়েকটি ঝড়ে বিশেষ করে কাচা ঘর গুলি মারাত্মক ক্ষতির শিকার হয়।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাদের প্রতি, আমরা যেন যেকোন দুর্যোগে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করি।দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে এ দেশের মানুষের প্রতি আমাদের যে দায়,তা আমরা পালন করে যেতে চাই"।

সাধারণ মানুষের সাহায্যে তড়িৎ সাড়া দানের জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. নওগাঁর সীমান্তে গুলিতে নিহত যুবকের মৃতদেহ ফেরত দিলো  বিএসএফ
    নওগাঁর সীমান্তে গুলিতে নিহত যুবকের মৃতদেহ ফেরত দিলো বিএসএফ
  1. ময়মনসিংহের কোতোয়ালি থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১৮
    ময়মনসিংহের কোতোয়ালি থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১৮
  1. শেরপুরে 'বাংলাদেশের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় কুতথ্য প্রতিরোধের অপরিহার্যতা' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
    শেরপুরে 'বাংলাদেশের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় কুতথ্য প্রতিরোধের অপরিহার্যতা' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
  1. সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩
    সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩
  1. ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড  ২২ টি গ্রাম
    ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড  ২২ টি গ্রাম
  1. যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু
    যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু
  1. বাসায় মেডিকেল টিমের তত্বাবধানে খালেদা জিয়া
    বাসায় মেডিকেল টিমের তত্বাবধানে খালেদা জিয়া
  1. শেরপুরে রৌহা ইউপি চেয়ারম্যান সোহেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
    শেরপুরে রৌহা ইউপি চেয়ারম্যান সোহেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
  1. মসজিদে হেফজখানার ছাত্রদের নিয়ে ইফতার  করলেন  ছাত্রলীগের সভাপতি রিয়ান
    মসজিদে হেফজখানার ছাত্রদের নিয়ে ইফতার  করলেন  ছাত্রলীগের সভাপতি রিয়ান
  1. মেট্রোরেলের ৫২ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করছেন
    মেট্রোরেলের ৫২ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করছেন