আমরা শান্তির রাজনীতি বিশ্বাস করি : বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

এ এম ফাহাদ, খাগড়াছড়ি | ১৯ মে ২০২৩, ০৫:৩৫

ছবি- সংগৃহীত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) ১ম অধিবেশনে সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গার বাংলাদেশ আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি, উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র বাবু নির্মলেন্দু চৌধুরী, সহ -সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক, সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু সুবাস চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমরা শান্তির রাজনীতি বিশ্বাস করি। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান।

সম্মেলনের ২য় অধিবেশনে কাউন্সিলরা ব্যালটে ভোট দিয়ে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। এতে মোট ভোটার ছিলেন ২৩৫ জন। আর ভোট পড়েছে ২৩৫ টি।

মোঃ হারুনুর রশীদ ফরাজী সভাপতি পদে (ছাতা মার্কায়) ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম সভাপতি প্রার্থী সেখ মো. আলাউদ্দিন লিটন পেয়েছেন ৫৪ ভোট, মোঃ হারুন মিয়া ৬ । সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম (মই মার্কায়) ১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ এমরান পেয়েছেন ১০৮ ভোট।

দীর্ঘ ৮ বছর পর সুন্দর ও উৎসব মুখর পরিবেশে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় কাউন্সিলররা তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে পেরে উচ্ছাস প্রকাশ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: