ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এ এম ফাহাদ, চট্টগ্রাম ব্যুরো | ১৪ এপ্রিল ২০২৩, ০৩:০৬

ছবিঃ সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার অন্যতম শিক্ষা ও সামাজিক সংগঠন ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

১২ এপ্রিল বৃহস্পতিবার আসরের নামাজের পর অত্র ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হেলাল উদ্দিন এর সঞ্চালনায় মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এই ইফতার মাহফিল শুরু করা হয়। অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয় আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল হাসেম, ইসলামি ব্যাংকের কর্মকর্তা মো. আহমদ উল্লাহ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মো. সলিম উল্লাহ, মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর হোসেন, বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ, মাওলানা মো. খায়রুল ইসলাম, বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ সহ এলাকার বিভিন্ন স্তরের জনগন।

তাছাড়া রমজান মাসের শুরুতে অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অত্র সংগঠন। উক্ত ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হেলাল উদ্দিন জানান, প্রতিষ্ঠানটির মূলমন্ত্র হিসেবে শিক্ষা, সেবা ভাতৃত্ব কে প্রাধান্য দিয়ে সর্বোপরি একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়াই আমাদের মূল লক্ষ্য। আমরা আগামীতেও এসকল সেবা মূলক কর্মকান্ডে এগিয়ে যাব ইনশাআল্লাহ।



আপনার মূল্যবান মতামত দিন: