ভাসুরের ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী খুন

সময় ট্রিবিউন ডেস্ক | ১২ এপ্রিল ২০২৩, ২১:২৩

সংগৃহীত

জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের বিয়ানীবাজারে ভাসুরের ছুরিকাঘাতে স্বপ্না বেগম (৪২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। স্বপ্না বেগম একই এলাকার দুবাই প্রবাসী আবদুল মালিকের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ভাসুর শফিক উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে জকিগঞ্জ উপজেলার বালিটেকা পরচক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিক বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, মঙ্গলবার সকালে দুবাই প্রবাসী আবদুল মালিকের স্ত্রী স্বপ্না বেগমকে ছুরিকাঘাতে হত্যা করেন ভাসুর। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় হত্যা মামলা হয়। পরবর্তীতে এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের শনাক্ত করে গ্রেফতারে বিয়ানীবাজার থানাপুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে।

তিনি আরও বলেন, মঙ্গলবার গভীর রাতে বিয়ানীবাজার থানার পুলিশ শ্বাসরুদ্ধকর এক অভিযানে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামি শফিক উদ্দিনকে জকিগঞ্জ উপজেলার বালিটেকা পরচক গ্রাম থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এসটি/এসকে


আপনার মূল্যবান মতামত দিন: