দৌড়ে রেললাইন পার হতে গিয়ে হাত-পা হারালো যুবক

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৮ মার্চ ২০২৩, ০৬:১৬

সংগৃহীত ছবি

রংপুরে দৌড়ে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে রাজু মিয়া (২২) নামের এক যুবকের এক হাত ও দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে রংপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী রোকন নামের এক যাত্রী বলেন, ট্রেনটি থামার আগেই একজন দৌড়ে রেললাইন পারাপারের চেষ্টা করে। এ সময় ট্রেনে কাটা পড়ে তিনি গুরুতর আহত হন।

রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে রংপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে একটি ট্রেন ধীরগতিতে থামার সময় রাজু মিয়া নামের ওই যুবক রেললাইন পারাপারের চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে রংপুর রেলস্টেশন মাস্টার শংকর গাঙ্গুলী জানান, প্ল্যাটফর্মে ট্রেন ধীরে চলে। এই সময়টা অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। আজ ঝুঁকি নিয়ে পারাপারের চেষ্টা করার সময়ে ওই যুবকের দুই পা এবং একটি হাত বিচ্ছিন্ন হয়েছে।

 


আপনার মূল্যবান মতামত দিন: