পঞ্চগড়ে অন্তঃসত্ত্বার মৃত্যু, যৌতুক চেয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সময় ট্রিবিউন ডেস্ক | ২৫ মার্চ ২০২৩, ২১:৫২

সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলায় রুবিনা আক্তার পিংকি (১৮) নামে এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। তাকে স্বামী আমিনুর রহমান যৌতুক দাবি করে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ করেছে স্বজনরা। তবে স্বামীর দাবি, বিষপানে আত্মহত্যা করেছেন তার স্ত্রী।

পিংকি উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের সরকারপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে।

হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া এলাকার বাড়িতে বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে ওই গৃহবধূ বিষপান করেছেন দাবি করে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান স্বামী আমিনুর। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শুক্রবার (২৪ মার্চ) সকালে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে থানা পুলিশ। ময়নাতদন্তের পর বিকেলে মরদেহ হস্তান্তর করলে রাতে দাফন করা হয়।

জানা যায়, হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে আমিনুর রহমানের সঙ্গে গত ৪ মাস আগে বিয়ে হয় রুবিনা আক্তার পিংকির। স্বজনদের দাবি, বিয়ের সময় দেড় লাখ টাকা যৌতুক দেয়া হয়। কিন্তু বিয়ের এক মাস পার না হতেই আবারও যৌতুক দাবি করে বসেন আমিনুর। এজন্য প্রায় সময়ই পিংকিকে মারধর করা হতো। এ নিয়ে গত তিন মাসে কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে।

পিংকির বাবা রবিউল বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েজামাই আমিনুর ফোনে জানান আমার মেয়ে বিষ খেয়েছে, তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। আমি হাসপাতালে গিয়ে শুনি মেয়ে বেঁচে নেই। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, আমার মেয়ে বিষ খায়নি বলেছেন ডাক্তার।

রবিউল বলেন, আমার মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে (আমিনুর)। এখন বাঁচার জন্য বিষপানের অপবাদ দিচ্ছে। আমি এই হত্যার বিচার চাই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তবে পিংকির স্বামী আমিনুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে কয়েকটি চর-থাপ্পড় দিয়েছিলাম। এজন্য অভিমানে বিষপান করেছে পিংকি। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান আমিনুর রহমান।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন বলেন, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর