‘বিষাক্ত পানি’ পানে দুই হরিণের মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ২১ মার্চ ২০২৩, ১৮:৩৭

সংগৃহীত ছবি

বরগুনার পাথরঘাটায় হরিণঘাটা সংরক্ষিত বন থেকে দুটি পূর্ণবয়স্ক মৃত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা।

সোমবার (২০ মার্চ) বনের জিনতলা এলাকা থেকে প্রাণী দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, হরিণ দুটি বিষাক্ত পানি পান করায় মারা গেছে।

পাথরঘাটা বনবিভাগ সূত্রে জানা যায়, উপজেলার হরিণঘাটা সংরক্ষিত বনের মধ্যে একটি খালের পাড়ে মৃত অবস্থায় দুটি হরিণ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বনবিভাগকে খবর দেন। বনবিভাগের লোকজন হরিণ দুটি উদ্ধার করে সোমবার সন্ধ্যায় পাথরঘাটা বনবিভাগের অফিসে নিয়ে আসেন। হরিণ দুটির মৃত্যুর কারণ জানার জন্য স্যাম্পল (নমুনা) রেখে মাটি চাপা দেওয়া হয়েছে।

পাথরঘাটা বন কর্মকর্তা মুহিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত হরিণ দুটি থেকে স্যাম্পল রাখা হয়েছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।


আপনার মূল্যবান মতামত দিন: