লালমনিরহাটে শিয়ালের কামড়ে আহত ৩

সময় ট্রিবিউন ডেস্ক: | ৫ মার্চ ২০২৩, ১২:২১

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে ছনিয়া খাতুন (৬) ও সুমনা খাতুন নামের দুই শিশু ও ছফিয়ার রহমান (৬০) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। এতে করে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (৪ মার্চ) সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টায় আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের দিকে দুই শিশু ও এক বৃদ্ধ শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদের লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, শনিবার সকালে উপজেলার কাকিনা কাজিরহাট এলাকায় হঠাৎ একটি শিয়াল মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড় দেওয়া শুরু করে। পাশাপাশি গবাদিপশুকেও আক্রমণ করে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. জান্নাতি ফাতেমা বলেন, শিশুটির চোখের ওপরের কিছু অংশে কামড়ের দাগ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: