পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪০

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ মার্চ ২০২৩, ০৩:৫৬

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সকালে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা পাটুলিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জলসুখা গ্রামের নিয়াজ উল্লাহ ও আলী আকবরের লোকজনের মধ্যে অনেকদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে নিয়াজ উল্লাহর ভাতিজা আকিবুর কৃষিকাজের জন্য বিরোধপূর্ণ জমিতে যাওয়ার সময় আকবর আলীর লোকজন তাকে আটকিয়ে মারপিট করেন। এ ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আজমিরীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দাঙ্গার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


আপনার মূল্যবান মতামত দিন: