মসজিদে নামাজরত অবস্থায় মারা গেলেন বৃদ্ধ

সময় ট্রিবিউন ডেস্ক: | ২ মার্চ ২০২৩, ২৩:৫৭

ফাইল ছবি

ময়মনসিংহে মসজিদে নামাজরত অবস্থায় মারা গেছেন আব্দুল জব্বার (৭০) নামে এক বৃদ্ধ।

বৃহস্পতিবার (১ মার্চ) জোহরের নামাজের সময় উপজেলার আচাঁরগাও ইউনিয়নের ধরগাঁও উকুন্দিপাড়া গ্রামের আল আকসা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আচাঁরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুল জব্বার নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়তেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। বুধবার জোহরের নামাজের জন্য মসজিদে যান। সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজের জন্য ঈমামের পেছনে জামাতে অংশ নেন। নামাজের দ্বিতীয় রাকাতের রুকু করতে গিয়ে ঢলে পড়েন তিনি।তৎক্ষণাৎ কয়েকজন মুসল্লি তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাগ্নে মোজাম্মেল হক বলেন, মামা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তবে তিনি স্বাভাবিক চলাচলে সক্ষম ছিলেন। জোহরের নামাজ পড়তে গিয়ে মসজিদেই মারা যান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন: