কক্সবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ২ মার্চ ২০২৩, ০২:০৫

গ্রেফতার চাঁদাবাজ চক্রের সদস্যরা

কক্সবাজার সদর উপজেলায় গণপরিবহনে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঝিলংজাস্থ লিংকরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- তাহের আহমেদ সিকদার (৫০), ওয়াবায়দুল করিম (৪০), গিয়াস উদ্দিন (৩৫), সুজন বড়ুয়া (৪২) ও শাহ জাহান (৪৮)।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে আসা যানবাহনের চালক ও শ্রমিকদের কাছ থেকে ১০০-১২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছিল চক্রটি। এছাড়া তারা কক্সবাজারের বিভিন্ন পরিবহনের কাউন্টার ইনচার্জদের কাছ থেকেও মোটা অংকের টাকা নিতো। চাঁদা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দিতো।

তিনি আরও বলেন, অভিযোগ পেয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। মঙ্গলবারও চাঁদা নেওয়ার সময় র‌্যাব তাদের ধরে ফেলে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কক্সবাজার শ্যামলী পরিবহনের মহা ব্যবস্থাপক (জিএম) খোরশেদ আলম শামীম মামলা করেছেন। এ মামলায় তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: