২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাস উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ২২ সেপ্টেম্বর ২০২২, ০১:০৯

সংগৃহীত

"৮টি সরকারি শিশু পরিবারের ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের" আওতায় প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব‍্যয়ে ৩ তলা বিশিষ্ট ময়মনসিংহে শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।

মঙ্গলবার দুপুরে এ উপলক্ষ্যে নগরীর শম্ভুগঞ্জ সরকারী শিশু পরিবার (বালক) কার্যালয় প্রাঙ্গণে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ফকির, জেলা পরিষদের সাবের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, শান্তি নিবাস স্থাপনা প্রকল্পের পরিচালক মোঃ সাদিকুল হক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুলাহ মোঃ ওয়ালী উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের গভর্নিং বডির সভাপতি লায়ন ড. মোহাম্মদ সিরাজুল ইসলামসহ জেলার এবং বিভিন্ন উপজেলার সমাজসেবা কর্মকর্তাগণ প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: