কোস্টগার্ডের অভিযানে ১০ মণ হাঙ্গর জব্দ

প্রেস বিজ্ঞপ্তি | ২১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩২

সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ মণ হাঙ্গর জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি স্টেশন পাথরঘাটার একটি টহলদল।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ) দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ, বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক দুপুর ১২ টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটার একটি টহলদল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন ৭ নং কাঠালতলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ কাঠালতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি অটোরিকশা তল্লাশী করে অবৈধ ১০ মণ হাঙ্গর (১০ হাজার পিস) জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

এসময় অবৈধ হাঙ্গর মাছের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত হাঙ্গর পাথরঘাটা বনবিভাগের বিট কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগের উপস্থিতিতে বন বিভাগের নিকট হস্তান্তর করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: