কাশির ওষুধ মনে করে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি | ২০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৬

সংগৃহীত

নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে কাশির ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মৃত লিমা আক্তার (১২) উপজেলার ৬নং চরকিং ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মধ্য শুল্যাকিয়া গ্রামের মো.এমরানের মেয়ে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৬নং চরকিং ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মধ্য শুল্যাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টার দিকে লিমা কাশির ওষুধ মনে করে ভুল করে ধান খেতে প্রয়োগ করা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্মরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে


আপনার মূল্যবান মতামত দিন: