শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ (সংরক্ষিত আসন) ও সদস্য পদে ২৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মো.রাজন মিয়া, শেরপুর | ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৮

সংগৃহীত

আসন্ন ১৭ অক্টোবর ২০২২-ইং (সোমবার) শেরপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছে ৪ জন, সাধারন সদস্য পদে ১৯ জন ও (সংরক্ষিত) নারী আসনে ৭ জন সহ সকল পদে মোট ৩০ জন প্রার্থী।

 ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে শেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাহেলা আক্তার ও নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান (তালুকদার) এর কাছে প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন,শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল (পিপি)।  এবং সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, শেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক, শেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো,হুমায়ুন কবীর (রুমান) মোহাম্মদ জাকারিয়া ও জাতীয় পার্টির সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব  মো.ইলিয়াছ উদ্দিন।

এ সময় সাধারণ সদস্য ১ নং ওয়ার্ডে – ৫ জন, ২ নং ওয়ার্ডে- ৩ জন, ৩ নং ওয়ার্ডে-৩ জন, ৪ নং ওয়ার্ডে-৫ জন এবং ৫ নং ওয়ার্ডে- ৩ জন সহ মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও (সংরক্ষিত) নারী আসনে ১ নং ওয়ার্ডে- ৪ জন এবং ২ নং ওয়ার্ডে-৩ জন সহ ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল মোতাবেক আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কথা রয়েছে এবং ১৭ অক্টোবর শেরপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

নির্বাচন কমিশন কর্তৃক জানা যায়,আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে জেলার মোট ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


আপনার মূল্যবান মতামত দিন: