জৈন্তাপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ভারতীয় কসমেটিক্স ও বিড়ি সহ তিনজন আটক

মোঃ সাজ উদ্দিন, সিলেট | ১১ সেপ্টেম্বর ২০২২, ০১:২৫

সংগৃহীত

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ভারতীয় কসমেটিক্স ও সেখ নাসিরুদ্দিন বিড়ি সহ তিনজন আটক।

পুলিশ সূত্রে জানা যায়, ০৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ০৬:১০ ঘটিকায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন এর নেতৃত্বে এসআই নোটন কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ দরবস্ত থেকে চিকনাগুল সড়কে করগ্রাম মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ০১ টি ডিআই ট্রাক তল্লাশী করে কামরাঙ্গী গ্রামের নুর উদ্দিনের ছেলে মোঃ এনাম (২৭) ও আং জলিলের ছেলে মোঃ জসিম (৩০)'দের আটক পূর্বক ২৯ লক্ষ ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স উদ্ধার করা হয়।

ডিবি দক্ষিণের অপর ০১ টি টিম রাত ০৮:১৫ ঘটিকায় দরবস্ত গ্রামে অভিযান পরিচালনা করে ভিত্রিখেল গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ সেলিম (৪০) এর নিকট হতে ০৯ লক্ষ ২৪ হাজার শলাকা ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়িসহ আটক করা হয়। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন: