বান্দরবানের পাহাড়ে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলি

বান্দরবান প্রতিনিধি | ৮ সেপ্টেম্বর ২০২২, ০২:২৯

সংগৃহীত

দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বান্দরবানে রুমা উপজেলার পাহাড়ে জনসংহতি সমিতি (জেএসএস) ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এই ঘটনায় কোন পক্ষ থেকেই এখানো বিস্তারিত কিছু জানা যায়নি।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে পাইন্দু ইউনিয়নের ১নং ওয়ার্ডের থ্যাবং পাড়া মাঝামাঝি এলাকায় দু’পক্ষে গোলাগুলির হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ঘটনা বিষয়টি নিশ্চিত করেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, পাহাড়ে দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কতজন মারা গেছে বা হতাহত হয়েছে তা জানা যায়নি। কিন্তু আশপাশে এলাকায় আংতঙ্ক বিরাজ করছে।

প্রশাসন এ ব্যাপারে সদুত্তর দিতে পারেনি।

স্থানীয়রা জানান, বুধবার সকালে হঠাৎ করে দুর্গম আলেচু পাড়া ও তংমক পাড়া মাঝামাঝি গোলাগুলি শব্দ শুনতে পায়। সেখানে কি হচ্ছে তা এখনও বলতে পারছেন না। ভয়ে কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। বর্তমানে আতঙ্কে রয়েছে ওই গ্রামবাসীরা।

ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার মংছো মারমা বলেন, গোলাগুলি হয়েছে শুনেছি। কিন্তু আহত কিংবা নিহত কতজন হয়েছে তা এখনো জানা যায়নি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন বলেন, দু’গ্রুপের গোলাগুলির বিষয়ে শুনেছি। দুর্গম এলাকা হওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: