প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন এমপি মানু মজুমদার

রাজেশ গৌড়,দুর্গাপুর | ৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৩

সংগৃহীত

নেত্রকোনা-১ আসনের এমপি মানু মজুমদার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলের সদস্য হয়ে ৪ দিনের সফরে ভারতে যাচ্ছেন। ৫ থেকে -০৮ সেপ্টেম্বর পর্যন্ত এই রাষ্টীয় সফর। এমপি মানু মজুমদার ৩৭ বছর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে দুর্গাপুর- কলমাকান্দা আসনে সুনামের সাথে এমপির দায়িত্ব পালন করছেন।

সফরকালে প্রধানমন্ত্রী ভারতের প্রচলিত প্রথা অনুযায়ী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করবেন। ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনারের আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠিত হবে। তিনি রাজঘাট গান্ধী সমাধিস্থলে শ্রদ্ধা অর্পণ করবেন। এরপর দু'দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউজে। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এমপি নিজের এবং প্রধানমন্ত্রীর জন্য সবার দোয়া চেয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: