দুর্গাপুরে ২৩ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার-৪

রাজেশ গৌড়,দুর্গাপুর | ৪ সেপ্টেম্বর ২০২২, ০২:৫১

সংগৃহীত

 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ২৩ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। তারা পাটের বস্তা করে এসব মাদক বহন করার সময় গ্রেফতার হন। জব্দকৃত মাদকের মূল্য ৩৬ হাজার টাকা হবে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহের পৌরশহরে আকুয়া মোড়ল বাড়ি এলাকার মো. চাঁন মিয়ার ছেলে মো. আনোয়ারুল ইসলাম সাগর (২২), লাল মিয়ার ছেলে মো. সাগর (২৫) ও আব্দুল আজিজের ছেলে সুমন মিয়া (৩৫) এবং জামালপুরের সদর উপজেলার শৈলেরকান্দা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. আ. মান্নান (৪৬)। আ. মান্নানের গ্রামের বাড়ি শৈলেরকান্দা হলেও তিনি আকুয়া মোড়ল বাড়ি এলাকায় থাকেন।

শনিবার দুপুরের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। এরআগে গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাদেরকে দুর্গাপুর পৌরশহরের নাজিরপুর মোড়ের কাছে বায়তুল আমান জামে মসজিদ সামনের রাস্তা থেকে গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল ফাহাদ।

দুর্গাপুর থানার ওসি মুহাম্মদ শিবিরিুল ইসলাম এসব নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: