ধানখেতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে নিহত ১, আহত ৪

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩০

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে একসাথে আটজন শ্রমিক ধানখেতে নিড়ানি দেওয়ার সময় পিয়ার মোহাম্মদ (২৮) নামে এক যুবক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন শ্রমিক।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মানিকখাড়ি গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে। মৃত পিয়ার মোহাম্মদ ওই গ্রামের সলেইমান আলীর ছেলে।

মহসিন আলী (৩০) নামে একজন গুরুত্বর আহত হয়েছেন। তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মহসিন আলী একই গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে। আহত অন্য বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।

৩নং বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রত্যক্ষদর্শিদের বরাতে বলেন, মানিকখাড়ি গ্রামের ৮ জন শ্রমিক একটি ধানক্ষেতে নিড়ানি দেওয়ার জন্য মাঠে যায়। ধানক্ষেত নিড়ানি দেওয়ার সময় সকাল সাড়ে ১১ টার দিকে বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে সাথে সাথে পিয়ার মোহাম্মদের মৃত্যু হয় এবং এতে গুরুত্ব আহত হন মহসিন আলী তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়াও আহত আরও তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন বলেও জানান তিনি।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু খরব পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: