চাঁপাইনবাবগঞ্জে সাশ্রয়ী মূল্যে টিসিবির চাল বিক্রি শুরু

বদিউজ্জামান রাজাবাবু ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: | ২ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৯

 সংগৃহীত

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল থেকে চাল বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) সকাল ৯ টায়

জেলা শহরের নিমতলা মোড়ে ওএমএস কেন্দ্রে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সুলভ মূল্য

৩০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। 

এসময় উপস্থিত ছিলেন মোঃ জাকিউল ইসলাম

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক), মোসাঃ ইফফাত জাহান নির্বাহী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, মাহমুদুল হাসান জেলা খাদ্য নিয়ন্ত্রক, মোঃ আরাফাত হোসেন কারিগরী খাদ্য পরিদর্শক সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের পৌরসভায় ৬টি, শিবগঞ্জ পৌরসভায় ৪টি, রহনপুর পৌরসভায় ৪টি, নাচোল পৌরসভায় ৩টি ও ভোলাহাট উপজেলায় ২টি সহ সর্ব মোট ১৯টি ওএমএস কেন্দ্রে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ৩০ টাকা দরে চাল বিক্রয় অব্যাহত থাকবে বলে জানা গেছে।


আপনার মূল্যবান মতামত দিন: