ভান্ডারিয়ায় টিএমএসএস’র কার্যক্রম শুরু

মোঃ শফিকুল ইসলাম, পিরোজপুর | ১ সেপ্টেম্বর ২০২২, ০১:২১

সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় পিছিয়ে থাকা, দারিদ্র নারীর ক্ষমতায়ন ও মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এনজিও।

গতকাল মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে টিএমএসএস-এর ভান্ডারিয়া সদর শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শাখার ব্যবস্থাপক রাজিব দাস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, স্থানীয় কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী। এসময়ে তিনি টিএমএসএস সরকারের সহযোগী হিসেবে দেশের ৬৪ জেলায় কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ভান্ডারিয়ায় শাখা খোলায় তাদেরকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য পরিদর্শক মো: মেজবা কবির রুবেল, টিএমএসএস এর বরিশাল ডোমেইন প্রধান (অপারেশন-৮) মোঃ আব্দুর রব খন্দকার, বিভাগীয় জোন প্রধান মোঃ ওহিদুজ্জামান বাবুল, আশা এনজিও’র শাখা ব্যবস্থাপক সুমন চন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠানে ৬ জন নারী উদ্যোক্তার মাঝে নগদ ৩ লাখ টাকার ঋণ দেওয়া হয়।


আপনার মূল্যবান মতামত দিন: