দুর্গাপুরে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের আলোচনা সভা

রাজেশ গৌড়, দুর্গাপুর | ২৬ আগষ্ট ২০২২, ০৪:৪৪

সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের আদিবাসী অডিটোরিয়াম হলরুমে এ সভার উদ্বোধক ছিলেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ জেলা শাখার সভাপতি কেশব রঞ্জন সরকার।

বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও হাসিনা সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ উপজেলা শাখার আহ্বায়ক ডা. সুশীল ভৌমিক।

উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রভাষক মো.রাকিব তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ জেলা শাখার উপদেষ্টা আবুল মনসুর আহমেদ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক মুরাদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ. ম. জয়নাল আবেদীন, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ জেলা শাখার সহ-সভাপতি হুমায়ুন কবীর লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রেজা মো. মাহাবুব(টিপু), হানিফ উল্লাহ আকাশ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম লিমন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক হাবিব খান মুক্তি, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আটপাড়া উপজেলা শাখার সভাপতি ছানোয়ার উদ্দিন ছানু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি উপজেলা শাখার সভাপতি শরদিন্দু সরকার স্বপন হাজং, সাধারণ সম্পাদক দুনিয়া মামুন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি পাভেল চৌধুরী প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: