বান্দরবানে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি | ২৫ আগষ্ট ২০২২, ২০:০৮

সংগৃহীত

বান্দরবান সদর উপজেলা অগ্নিকান্ডের দুটি পরিবারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তরা হলেন- জৌথন বম ও ডেভিড বম, তারা ৬ নং ওয়ার্ডের বেথনি পাড়া বাসিন্দা।

২৪ আগষ্ট বুধবার রাত ৯ টা দিকে সদর উপজেলার ৪ নং সুয়ালক ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এই অগ্নিকান্ডটি ঘটে। অগ্নিকান্ড ব্যাপারে নিশ্চিত করেছেন ৪ নং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা। তিনি জানিয়েছেন, অগ্নিকান্ডের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগামিকাল অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পরিদর্শন করতে যাবেন।

স্থানীয় বাসিন্দা ভানরুন সাং আরুন বম জানান, ওই গ্রামে প্রত্যক্ষদর্শী ডেভিড বম অসাবধনতাবশত চুলায় রান্না অবস্থায় রেখে স্বামী-স্ত্রী কাজে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের বাড়িতে আগুন দেখতে পাই। এতে মুহূর্তে পাশে থাকা জৌথন বম বাসায়ও সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়। গভীর রাত্রে হলে বড় ধরণে ক্ষতিগ্রস্থ সম্মুখীন পড়তে হতো।পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বান্দরবান ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা নাজমুল আলম জানান, তারা আগুন নিভানোর কাজ করছেন এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতি পরিমান এখনো জানা যায়নি বলে জানান এ কর্মকর্তা।


আপনার মূল্যবান মতামত দিন: