চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদন্ড

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২৫ আগষ্ট ২০২২, ০৬:৩৪

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে তৌফিকুল ইসলাম (৩৮) নামে এক জনকে অস্ত্র আইনে ১০ বছর ও বিস্ফোরক মামলায় ৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে বিস্ফোরক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসে কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত তৌফিকুল শিবগঞ্জে কমলাকান্দিপুর গ্রামের মৃত সুলতান মন্ডালের ছেলে।

অতিরিক্ত সরকারি কৌশুলী (এপিপি) আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ২৯ মার্চ র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা সরকারের মোড়স্থ একটি আমের আড়ৎ অভিযান চালিয়ে তৌফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরী শুটার গান পাওয়া যায়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্লাষ্টিকের ব্যাগের ভিতরে ৩ কেজি ৯শ’ ৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের নায়েক সুবেদার কাজী আব্দুল বাছেদ বাদি হয়ে শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে তৌফিকুল ইসলামকে আসামী করে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রেজা সরকার ওই বছরের ২৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার স্ব্যাগ্রহণ ও শুনানী শেষে আদালত এই দন্ডাদেশ প্রদান করেন। আঞ্জুমান আরা জানান, মামলা চলমান অবস্থায় আসামী জামিনে মুক্ত হয়ে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এই রায় প্রদান করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: