মোংলায় অজগর উদ্ধার, পরে বনে অবমুক্ত

আলী আজীম, মোংলা, বাগেরহাট | ২২ আগষ্ট ২০২২, ১০:৫৫

সংগৃহীত

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করে অভয়ারণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ।

রবিবার (২১ আগষ্ট) সকালে উলুকাটা গ্রামের মান্নান শেখের ছেলে সোহাগ শেখের বাড়ির লোকালয়ে অজগরটি দেখতে পেয়ে জালদিয়ে আটকে ফেলে স্থানীয় লোকজন। পরে বন বিভাগকে খবর দিলে সেটিকে উদ্ধার করা হয়।

করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, খাবারের সন্ধানে অজগরটি বন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়ে। আমরা সেটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করি। সাপগুলি লোকালয়ের কাছাকাছি ডিম পাড়ে মুলত সে জন্যই তারা লোকালয়ে চলাফেরা করে। মুরগির বাচ্চা, হাস তাদের প্রিয় খাবার। এজন্য খাবারে সন্ধানে বাচ্চা ও মা সাপ লোকালে চলে আসে। অনেক সময় হাস/ মুরগীর খোপে এদের পাওয়া যায়। সুন্দরবনে অবমুক্ত করা অজগরটি আনুমানিক দৈর্ঘ্য ১০ ফুট ৬ ইঞ্চি ও ওজন ২০ কেজি।


আপনার মূল্যবান মতামত দিন: