ইতালি প্রবাসীর খামার থেকে ২টি গরুসহ মালামাল চুরি

শেরপুর প্রতিনিধি | ১৫ আগষ্ট ২০২২, ২৩:২৭

সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে ইতালি প্রবাসীর খামার থেকে দুইটি গরু সহ মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকায় ইতালি প্রবাসী স্বাধীন মিয়ার মাল্টা বাগানে কর্মরত পহরি মিন্টু মারাক ও তার ২ সহযোগী এবং অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্ত ২ টি গরু সহ খামারের কিছু মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

২ আগষ্ট (মঙ্গলবার) রাতে এ ঘটনাটি ঘটে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, চুরি যাওয়া গরু সহ মালামালের মুল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনার পর ওই প্রবাসীর ভগ্নীপতি মোঃ সেকান্দর আলী বাদি হয়ে শ্রীবরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এ বিষয়ে ইতালি প্রবাসী খামার মালিক মো. স্বাধীন মিয়া মুঠোফোনে জানান, আমরা প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে চাই কিন্তু নানা প্রতিবন্ধকতার কারনে বিনিয়োগ করে নিরাশ হতে হয়। তিনি জানান মোটা অংকের বেতন দিয়ে কর্মচারি নিয়োগ দেয়ার পর যদি এরকম চুরির ঘটনা ঘটে তবে প্রবাসীরা কিভাবে দেশে বিনিয়োগ করবে? 

এছাড়াও তিনি গরু সহ পলাতক চোরকে আটক করতে সকলের সহায়তা কামনা করেন।


আপনার মূল্যবান মতামত দিন: