চুয়াডাঙ্গায় নারীদের হাতের ছোঁয়ায় গড়ে উঠছে সবুজ ছাদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১৪ আগষ্ট ২০২২, ০৩:৫৪

সংগৃহীত

নাগরিক জীবনে ইট-কাঠের বুকে বাড়ির ছাদেই গড়ে উঠছে টুকরো টুকরো সবুজ। সৃষ্টিশীল গৃহিনীদের হাতের ছোঁয়ায় এসব সবুজের সূত্রপাত। নারীরা সংসারের কাজ সামলে পূর্ণতা দিচ্ছেন শখের সবুজ আন্দোলনে। তাদেরই একজন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার গৃহবধূ রেনবিনা পারভীন রেণু। গৃহবধূ রেণু নিজ হাতে সুনিপুনভাবে সাজিয়েছেন দোতলা বাড়ির ছাদটি।

সরেজমিনে সিঅ্যান্ডবিপাড়ার স্কুল শিক্ষক আকতার হোসেনের বাড়ির ছাদে গিয়ে দেখা মেলে এক টুকরো পরিচ্ছন্ন সবুজ। বাড়ির গৃহকত্রী রেনবিনা পারভীন রেণুর নিপুন হাতের ছোয়ায় নান্দনিকতা পেয়েছে শখের এ ছাদ বাগান। বাগানে সৌখিন গাছের সাথে রয়েছে ফুল-ফল ও শাক-সবজির গাছ।

গৃহবধূ রেনবিনা পারভীন রেণু বলেন, ছোট থেকেই গাছকে ভালোবাসতেন তিনি। সেই ভালোবাসা সংসার জীবনে এসে পূর্ণতা পায়। নিজের প্রিয় সংসারে স্বামী-সন্তানের সাথে যোগ হয় কয়েকশ গাছ। পরিবারের সদস্যদের নিয়ে অবসরে ছাদ বাগানের পরিচর্যা করেন তিনি। এতে তার মানসিক পরিতৃপ্তি আসে।

গৃহবধূ রেণুর ছাদ বাগানে গিয়ে দেখা যায় দেশী-বিদেশী অনেক গাছের সমাহার। আছে ফুল-ফল ও ক্যাকটাস। এরমধ্যে রক্তকরবী, গোলাপ, জবা, বেলী, শিবজট, নাগচম্পা, অ্যাডেনিয়াম, থাই আমড়া, করমটা, চেরীফল, বড়ই। আছে নানা ধরনের বনসাঁই।

রেনবিনার স্বামী আকতার হোসেন বলেন, মানুষ মাত্রই সুন্দরের পুজারি। সুন্দরের খোঁজে মানুষ নানান করে থাকে। গৃহবধূ রেণু সুন্দরের খোঁজে বাড়ির ছাদে বাগান গড়ে তুলেছেন। পরিবারের সকলেই এ বাগানের সৌন্দর্য উপভোগ করে।

প্রতিবেশীরা প্রায়ই আসেন গৃহবধূ রেণুর শখের ছাদ বাগানে। প্রকৃতিক সৌন্দর্যের ছোঁয়া পেয়ে অনেকেই মুগ্ধ। নিতান্ত শখের বসেই তিনি গড়ে তুলেছেন ছাদবাগানটি। তার বাগানে প্রচলিত ফুল-ফলের মাঝেই শোভা পাচ্ছে দেশি-বিদেশী ব্যতিক্রমী অনেক গাছ।

প্রতিবেশীরা বলেন, রেনবিনা পারভীন নিজের প্রবল মনোবল আর স্বামী-সন্তানের সহযোগিতায় গড়ে তুলেছেন শখের বাগানটি। অবসরে স্বপরিবারে চলে আসেন ছাদে। বাগানের সৌন্দর্য উপভোগ আর পরিচর্যা চলে এক সাথে। যেসব গৃহিনী অবসরে অলস সময় পার করেন, তাদের সবারই উচিত বাড়ির ছাদটি কাজে লাগানো। এতে মনের খোরাক অর্জনের পাশাপাশি প্রকৃতির সবুজ আন্দোলনেও অবদান রাখা যায়।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘আমাদের দেশে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে আসছে। শহর এবং গ্রামে গড়ে উঠছে বহুতল ভবন। সে কারণে বাড়ির ছাদগুলোকে কৃষিকাজে ব্যবহার করলে আমাদের কৃষি আরো সমৃদ্ধ হবে। বিশেষ করে নারীরা এ কাজে এগিয়ে এলে পরিবেশ ও কৃষির উপকার হবে।

তিনি বলেন, ছাদ বাগান করার মাধ্যমে নারীরা শখ পূরণের পাশাপাশি চাইলে আয়ের পথও গড়তে পারেন। এর মাধ্যমে শারিরীক সুস্থতার পাশাপাশি প্রকৃতির ঋণ শোধ করারও সুযোগ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: