সোনারগাঁয়ে দুইটি চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মোশতাক আহমেদ শাওন | ১২ আগষ্ট ২০২২, ২২:১৮

সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুইটি চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে বৃহস্পতিবার উপজেলার পিরোজপুর এবং প্রতাপনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ বিপুল পরিমান পাইপ ও রাইজার জব্দ করে ভ্রাম্যমান আদালত।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম জানান, অত্র এলাকার বিভিন্ন চুন কারখানায় উচ্চচাপ সম্পন্ন বানিজ্যিক সংযোগ থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে গ্যাস সংকট সৃষ্টি হওয়ায় বৈধ গ্রাহকরা পর্যাপ্ত পরিমানে গ্যাস পাচ্ছেন না। পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। তাই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান রয়েছে। অবৈধ সংযোগ ব্যবহারকারিরা যাতে পুনরায় সংযোগ নিতে না পারে সেজন্য আইনগত ব্যবস্থার পাশাপাশি তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোং লিমিেিটড এর সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান, অবৈধ সংযোগ ব্যবহারকাদির বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। কাউকে অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে দেয়া হবে না।


আপনার মূল্যবান মতামত দিন: