জাতীয় শোক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কোরআন খতম

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ১১ আগষ্ট ২০২২, ০৩:০৭

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহেব্যাপী কোরআন খতমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ একেএম গালিভ খান। পরে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চাঁপাই মহিষপুর জামে মসজিদের ইমাম আব্দুল্লাহীদ হামিদ।

বুধবার (১০ আগষ্ট) সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শহিদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে দুই সহস্রাধিকবার কোরআন খতমের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সহ-সভাপতি রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক, পৌর মেয়র মোখলেসুর রহমান, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার ফজলে-ই-খুদা, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমানসহ সরকারী বেসকারী প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রাশাসক এ কে এম গালিভ খান জানান, ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী দুই সহস্রাধিকবার কোরআন খতমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর