প্রথম শ্রেণির শিক্ষার্থীর কানেরদুল ছিনতাই 

নোয়াখালী প্রতিনিধি | ৯ আগষ্ট ২০২২, ২৩:৩৩

সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে সৃষ্টি রাণী শীল (৬) নামে প্রথম শ্রেণির শিক্ষার্থীর কানেরদুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

গতকাল সোমবার ( ৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীজবাগ সরকারি ডিটি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা বলছে, কানেরদুল ছিনিয়ে নিয়ে ছিনতাইকারী নারী ওই শিশুটিকে বিদ্যালয় থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি বাড়রে সামনে রেখে পালিয়ে যায়। এরপরে সে কান্নাকাটি শুরু করলে বাড়ির মহিলারা এগিয়ে এসে বিষয়টি ফতেহপুর মাদরাসার মুহতামিম বেলাল হোসাইন ফতেহপুরীকে অবহিত করে। 

খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুউদ্দিন আহমেদ ও সহকারি শিক্ষক মো. নুরুল কাউছার ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থী সৃষ্টি শীলকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। 

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, এক নারী এসে তাকে তার মা ডাকছে, এ কথা বলে বিদ্যালয় থেকে ডেকে নিয়ে যায়। এরপর ফতেহপুরে এনে তার কানে থাকা স্বর্ণের কানেরদুল খুলে নিয়ে পালিয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে। 


আপনার মূল্যবান মতামত দিন: