নোয়াখালীতে ১২শ চক্ষু রোগীর বিনামূল্যে লেন্সসহ ছানি অপারেশন

নোয়াখালী প্রতিনিধি | ৭ আগষ্ট ২০২২, ২০:২২

সংগৃহীত

নোয়াখালী পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মরহুম আবদুল মালেক কমিশনারের স্মৃতি চারন উপলক্ষ্যে সম্পুর্ন বিনামুল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত দিনব্যাপী এ কার্যক্রম চলে।

এসময় বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর কমিশনার মমতাজুল করিম বাচ্চুর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মালেক কমিশনারের সন্তান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো নিজাম উদ্দিন আহমেদ, পৌর বণিক সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মালেক কমিশনারের মেজো ছেলে একেএম সাইফ উদ্দিন সোহান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক এ আর আজাদ সোহেল। 

চক্ষু চিকিৎসা কার্যক্রমে প্রায় ১২ শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়েছে। এছাড়াও ১ শত জন রোগীকে কৃত্রিম লেন্সসহ ছানি অপারেশনের জন্য পরিবহন যোগে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সার্বিক চিকিৎসা পরিচালনা করেন চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার গন।



আপনার মূল্যবান মতামত দিন: