বিএনপিকে হারিকেন প্রতীক নিয়ে নির্বাচন করার আহ্বান

নোয়াখালী প্রতিনিধি | ৬ আগষ্ট ২০২২, ০৯:২৮

সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিনে নোয়াখালীতে দোয়া ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেছেন, বিএনপির ধানের শীষ প্রতীক এদেশের জনগন আর গ্রহন করবে না। তাই বিএনপিকে অনুরোধ করবো আগামী নির্বাচনে মুসলিম লীগের হারিকেন প্রতীক নিয়ে নির্বাচন করুন।

শুক্রবার (০৫ আগস্ট) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ কামালের জন্মদিনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিহাব উদ্দিন শাহীন বলেন, বিদ্যুতের নামে খাম্বা দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাত করেছে বিএনপি। লুটপাটের হোতা সেই বিএনপি আজ বিদ্যুতের জন্য হারিকেন নিয়ে মিছিল করে। আমরা মনে করি হারিকেন নিয়ে মিছিল করে তারা তাদের সঠিক জায়গা বেছে নিয়েছে। কারণ বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। হারিকেন আওয়ামী লীগের প্রতিপক্ষ মুসলিম লীগের প্রতীক। তাই তারা মুসলিম লীগের হারিকেন প্রতীক নিয়ে মিছিল করে। হারিকেন মার্কার উত্তরসূরিরাই হারিকেন নিয়ে মিছিল করবে এটাই বাস্তবতা।

তিনি বলেন, আমরা দেখেছি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশে বিএনপির সম্পদ লুটের রাজনীতি। তখন ১২ ঘন্টা লোডশেডিং আর ১২ ঘন্টা বিদ্যুৎ তাও জনগন দেখেছে। আজকে বিদ্যুতের যে সমস্যা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশে^ বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দিয়েছে। আমাদের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ১-২ ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে।

আলোচনা সভায় নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট জামাল উদ্দিন ভূঁইয়া, নাসির উদ্দিন প্রমূখ।

এতে জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও নোবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করে।

আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উদযাপন করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. নওগাঁর সীমান্তে গুলিতে নিহত যুবকের মৃতদেহ ফেরত দিলো  বিএসএফ
    নওগাঁর সীমান্তে গুলিতে নিহত যুবকের মৃতদেহ ফেরত দিলো বিএসএফ
  1. ময়মনসিংহের কোতোয়ালি থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১৮
    ময়মনসিংহের কোতোয়ালি থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১৮
  1. শেরপুরে 'বাংলাদেশের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় কুতথ্য প্রতিরোধের অপরিহার্যতা' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
    শেরপুরে 'বাংলাদেশের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় কুতথ্য প্রতিরোধের অপরিহার্যতা' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
  1. সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩
    সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩
  1. ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড  ২২ টি গ্রাম
    ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড  ২২ টি গ্রাম
  1. যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু
    যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু
  1. বাসায় মেডিকেল টিমের তত্বাবধানে খালেদা জিয়া
    বাসায় মেডিকেল টিমের তত্বাবধানে খালেদা জিয়া
  1. শেরপুরে রৌহা ইউপি চেয়ারম্যান সোহেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
    শেরপুরে রৌহা ইউপি চেয়ারম্যান সোহেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
  1. মসজিদে হেফজখানার ছাত্রদের নিয়ে ইফতার  করলেন  ছাত্রলীগের সভাপতি রিয়ান
    মসজিদে হেফজখানার ছাত্রদের নিয়ে ইফতার  করলেন  ছাত্রলীগের সভাপতি রিয়ান
  1. মেট্রোরেলের ৫২ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করছেন
    মেট্রোরেলের ৫২ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করছেন