শেখ কামালের জন্মবার্ষিকীতে ঝিকরগাছায় আলোচনা সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি | ৬ আগষ্ট ২০২২, ০৬:০৬

সংগৃহীত

ঝিকরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৫ আগষ্ট) সকালে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের মুক্তমঞ্চে শহীদ শেখ কামালের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দিন।

শ্রদ্ধা শেষে শহীদ শেখ কামালের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপজেলার গদখালী ইউনিয়নের নবীননগর গ্রামবাসীর উদ্যোগে দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার ওসি সুমন ভক্ত, পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগন, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর সরদার, জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগ সদস্য আব্দুল বারিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, গদখালী ইউপি চেয়ারম্যান মোঃ শাহাজান আলী, যুবলীগ নেতা ইমামুল হাবীব জগলু, ফারুক হোসেন, মিঠু বিশ্বাস, শামীম রেজা প্রমূখ।


আপনার মূল্যবান মতামত দিন: