চাঁদপুরে ডিজেল পাচারকালে আটক ২

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২২, ০৭:০৩

সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের চর শরমালীর মেঘনা নদীতে এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে ডিজেল পাচারের সময় দুই পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। 

বৃহস্পতিবার (৪ আগষ্ট ) দুপুরে গণমাধ্যম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুর আনুমানিক ১২টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর সদর থানাধীন চর শরমালীর মেঘনা নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে অবৈধভাবে ডিজেল পাচারকালে ০১টি ইঞ্জিন চালিত ট্রলার থেকে ২০ জেরিক্যান (৮০০ লিটার) ডিজেলসহ ২ জন ব্যক্তিকে আটক করা হয়। বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ডিজেল ও আটকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

 

 

 

 


আপনার মূল্যবান মতামত দিন: