ফরিদপুরে ইউপি নির্বাচন: জামানত হারালেন ৭ চেয়ারম্যান প্রার্থী 

ফরিদপুর ব্যুরো | ৩১ জুলাই ২০২২, ২০:০৯

সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে বুধবার (২৭ জুলাই) উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

যার মধ্যে আড়পাড়া ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯ প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটে ৮ভাগের ১ভাগ ভোট পাননি ৭ প্রার্থী। যে কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।

 নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান সাজ্জাদ মটরসাইকেল প্রতীকে ২ হাজার ৭৬২ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু ঘোড়া প্রতীকে ২হাজার ২৬৭ ভোট পান। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট কাস্ট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলে কোন প্রাথীর জামানত সংরক্ষিকত থাকবে। সে ক্ষেত্রে মোট ভোট কাস্ট হয় ৮হাজার ২০৭ ভোট । আট ভাগের এক ভাগ ভোটের পরিমান হয় ১হাজার ২৬ ভোট। প্রাপ্ত ভোটের হিসাব অনুযায়ী নৌকা প্রার্থী ও বর্তমান চেয়ারম্যার সহ মোট সাত চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্তের অপেক্ষায় রয়েছেন।

 ফলাফলে দেখা যায়, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মো. জাকির হোসেন মোল্যা টেলিফোন প্রতীকে ১হাজার ১৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম প্রাপ্ত ভোট ৭৩৪, সাবেক ছাত্রদল নেতা স্বতন্ত্র প্রার্থী কাজী মাসুম প্রাপ্ত ভোট ৫৫৫, বাহারুল আলম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী প্রাপ্ত ভোট ৩২৮, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আরমান হোসেন বাবু প্রাপ্ত ভোট ২২১, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান প্রাপ্ত ভোট ১৭৪ এবং আওয়ামীলীগের আর এক বিদ্রোহী প্রার্থী হান্নান মোল্যা প্রাপ্ত ভোট ১৩৭ পেয়ে সকলের জামানত বাজেয়াপ্ত তালিকায় রয়েরেছেন। এ ইউনিয়নে ৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সাত প্রার্থীই জামানত বাজেয়াপ্তের অপেক্ষায়।

 

 


আপনার মূল্যবান মতামত দিন: