ময়মনসিংহে বাস চাপায় শ্রমিক নিহত

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ: | ২৯ জুলাই ২০২২, ০৯:১০

সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কর্মরত অবস্থায় বাস চাপায় নূর আলম (২৫) নামে এক সড়ক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পুলিশ ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৈলর ইউনিয়নের মন্ডলবাড়ী মোড় নামক স্থানে সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন সড়ক পরিচ্ছন্ন কর্মী আইল্যান্ডের উপরে থাকা গাছ গুলো কেটে ছাটায় করার কাজে কর্মরত ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী রিফাত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে কর্মরত শ্রমিক নূর আলমকে (২৫) চাপা দিয়ে আইল্যান্ডের উপর উঠে যায় এবং ঘটানাস্থলেই ঐ শ্রমিকের মৃত্যু হয়।

নিহত নূর আলম নেত্রকোণার বারহাট্টা থানার রামপুর দশা গ্রামের আবুল মিয়ার ছেলে।

এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনর্চাজ মাইন উদ্দিন জানান, মন্ডলবাড়ীর মোড়ে আইল্যান্ডে লেবাররা কাজ করছিল। ঢাকা-নেত্রকোণার রিফাত বাসটি আইল্যান্ডে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং ৫ জন আহত হয়। নিহতের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: