কুয়াকাটায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জুয়েল ফরাজী, কুয়াকাটা প্রতিনিধি | ২৮ জুলাই ২০২২, ০৫:৪৪

সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ৩৮ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন পয়েন্টের। খাবার এবং আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এসময় আবাসিক হোটেল ব্যবসার লাইসেন্স না থাকায় হোটেল তাজকে ১০০০০টাকা, প্যারাডাইসকে ৫০০০টাকা সানফ্লাওয়ারকে ৫০০০টাকা ও হোটেল সী বীচ ইনে ৫০০০টাকা মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পঁচা এবং বাসী খাবার সরবরাহ করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাবার হোটেল যমুনা ৫০০০টাকা, কলিম রেস্তোরাঁকে ৩০০০টাকা ও মায়ের দোয়া হোটেলের মালিককে ৫০০০টাকা মোট ১৩ হাজার এবং আবাসিক হোটেল সহ সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেন মং রাখাইন।

এসম নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেন মং রাখাইন গনমাধ্যমকে বলেন, কুয়াকাটায় পর্যটক সেবার মান নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: