নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

মোশতাক আহমেদ শাওন | ২৮ জুলাই ২০২২, ০২:০৫

সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভগ্নিপতি আলামিন (৩৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে স্ত্রীর বড় ভাই হাশেম মোল্লা (৫০) কে।

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক আলামিন। ছোট বোন পুষ্পাকে নির্যাতন করার প্রতিবাদ করায় ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ হত্যান্ডের ঘটনাটি ঘটে। হাশেম মোল্লার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর আইনী পক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করতে হবে।

এরআগে ছুরিকাঘাতের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারতবস্থায় বুধবার (২৭ জুলাই) মধ্য রাতে হাশেম মোল্লা মারা যায়। ঘাতক আলামিন ফতুল্লার চর কাশিপুর এলাকার জলিল মিয়ার ছেলে ও নিহত হাশেম মোল্লা ওই এলাকার মৃত. নূর হোসেনের ছেলে। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল (২) জানান, ফতুল্লার চর কাশিপুর এলাকার ১৫ বৎসর পূর্বে পুস্পার সাথে বিয়ে হয় একই এলাকার বাসিন্দ আল আমিনের সাখে। তাদের সংসারে ৩টি ছেলে সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে প্রায় সময় স্ত্রী পুষ্পাকে নির্যাতন করত আল আমিন। এনিয়ে একাধীকবার বিচার শালিস হয়। কয়েকদিন আগেও তাদের নিয়ে শালিস হয়েছে। এরপরও মঙ্গলবার (২৬) রাতে আল আমিন তার স্ত্রীকে মারধর করলে হাশেম মোল্লা প্রতিবাদ করেন। 

এতে আলামিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমকি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারতবস্থায় বুধবার মধ্যরাতের দিকে মারা যায়। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মূল্যবান মতামত দিন: