সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় এখনও ঈদের আমেজ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | ২৩ জুলাই ২০২২, ২১:৪৬

সংগৃহীত

পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে এখনো পর্যটকদের উপচে পড়া ভীড় সৈকতে।হাজার হাজার পর্যটকদের অানাগোনায় সজ্জিত অপরুপ সৌন্দর্যের এই লীলাভূমি। উত্তাল ঢেউয়ের সাথে সৈকতে ভাসছে হাজার হাজার পর্যটক। 

বিশাল সমুদ্রে যেন মিশেছে দূর আকাশের সীমানা।সমুদ্রে ঢেউয়ের পেছনে ফণা তুলে আসে ঢেউ। বিরামহীন ঢেউয়ের নৃত্যে নাচছে পর্যটকরা।

সমূদ্রের মন-ভোলানো নানান রোমাঞ্চকর মুহূর্তে ভুলিয়ে দেয় পর্যটকদের সব ক্লান্তি, আনন্দে ভরে যায় পর্যটকদের মন।

তাইতো দিন গড়াতেই সমুদ্রকন্যার বুকে জমে পর্যটকের উপচে পড়া ভীড়।কুয়াকাটামুখী বাড়ছে দেশ যোগে পর্যটকের আনাগোনা।

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় ঈদের সপ্তাহ পেরিয়ে গেলেও কমেনি পর্যটক।

হৈ হুল্লোড়ে এখনো মাতোয়ারা অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। 

পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকেই পর্যটকদের এ সমাগম। 

ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা কুয়াকাটায় আসে স্বাচ্ছন্দ্যে।

কোথায়ও নেই ফেরী পারাপারের ভোগান্তি।কোনো রকম জনদূর্ভোগ ছাড়াই দিনে দিনেই ৬/৭ ঘন্টার পৌঁছে যায় কুয়াকাটায়।

পর্যটকদের পদচারণা মুখরিত কুয়াকাটা এতে খুশির আমেজে বইছে ব্যাবসায়ীদের মুখে।

সরেজমিনে ঘুরে দেখা যায়।দর্শনীয় স্পট গুলোতে এখনো পর্যটকদের উপচে পড়া ভীড়।

বামনা হোটেলের প্রোপাইটর মোঃস্বপন জানান দীর্ঘ ১যুগ পরে এতো পর্যটক পেরেছি আমরা।আমরা আমাদের বেচা বিক্রি অনেক ভালো।

পটুয়াখালী জয় হোটেলের মালিক ও হোটেল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গনের বলেন,পদ্মাসেতু উদ্বোধনকে ঘিরে এবার দক্ষিনাঞ্চলে স্মরনকালের পর্যটকের আগমন ঘটেছে।আমরা খুবই আনন্দিত।



আপনার মূল্যবান মতামত দিন: