গাছের সাথে এ কেমন শত্রুতা!

মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাটন প্রতিনিধি | ২৩ জুলাই ২০২২, ০৬:০২

সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এক কৃষকের নিজ জমিতে রোপন করা প্রায় অর্ধশত ইউক্যালিপ্টাস গাছের নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে। কৈচাপুর ইউনিয়নের রুহি পাগারিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে । ভুক্তভোগী ঐ কৃষকের নাম মীর্জা আফজাল হোসেন।

ভোক্তভোগী ঐ কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে তার চাচাতো ভাই একই গ্রামের মীর্জা নাদিমুল (৩৮) ও সাখাওয়াত হোসেন (৪৮) এর সাথে।

এদিকে গত বুধবার বিকেলে জমিজমা নিয়ে বাকবিতন্ডা হয় নাদিমুলের সাথে। ধারণা করা হচ্ছে এ আক্রোশে রাতের আধারে চারা গাছগুলো ভেঙ্গে দিয়েছে নাদেমুলসহ একটি চক্র, এমন অভিযোগ ভুক্তভোগী কৃষকের। তবে স্থানীয়রা জানান, এ কাজটি যেই করুকনা কেন, তার যেনো উপযুক্ত বিচার হয়।

এ ব্যাপারে মীর্জা আফজাল জানান, এক মাস পূর্বে নিজের জমির পাশে গাছের চারা গুলো রোপন করেছিলেন। গত রাতে চারাগুলো মাঝখান থেকে ভেঙ্গে দেয়।

এ ব্যাপারে গাছ ভাঙ্গার বিষয়ে অভিযুক্ত নাদিমুলকে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন।


আপনার মূল্যবান মতামত দিন: