পটুয়াখালীতে সাংবাদিক ইউনিয়নের যাত্রা শুরু

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ২১ জুলাই ২০২২, ০৯:১৬

সংগৃহীত

পটুয়াখালী সাংবাদিক ইউনিয়নের (পিইউজে) যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক সভার মধ্য দিয়ে এ ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রবীণ সাংবাদিক নির্মল কুমার রক্ষিতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম স্বপন খন্দকার।

সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস, স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর খান, জালাল আহমেদ, মুফতী সালাহউদ্দিন, মো. জাকারিয়া হৃদয়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার পেশারদার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে নির্মল কুমার রক্ষিত (ইত্তেফাক) কে আহবায়ক ও জালাল আহমেদকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট পটুয়াখালী সাংবাদিক ইউনিয়নের (পিইউজে) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, স্বপন ব্যানার্জী (সংবাদ), মো. জাফর খান (যুগান্তর), শংকর লাল দাস (প্রথম আলো), মুফতী সালাহউদ্দিন (সমকাল/আরটিভি), মো. মোখলেছুর রহমান (জনকন্ঠ/ইন্ডিপেন্ডেন টিভি), মুজাহিদুল ইসলাম প্রিন্স (আমোদের সময়/অবজারভার/একুশে টিভি), মো. জাকারিয়া হৃদয় (যমুনা টিভি), মনির হোসেন বাদল (সময় টিভি), বিলাস দাস (যুগান্তর), আতিকুল আলম সোহেল (আমাদের নতুন সময়) ও মির্জা আহসান হাবিব (দৈনিক সাথী)।


আপনার মূল্যবান মতামত দিন: