সোনাইমুড়ী থানা কর্তৃক ১০২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার : আসামি গ্রেফতার

পুলিশ মিডিয়া সেল, নোয়াখালী | ২০ জুলাই ২০২২, ০৫:২৬

সংগৃহীত

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল ইসলাম পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হারুন অর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে অদ্য ১৯/০৭/২০২২ইং তারিখ বেলা ১৪.১০ ঘটিকার সময় এসআই(নিঃ) মোঃ জামাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) বাধন চন্দ্র দাস, এসআই(নিঃ) মোঃ শাহ আলম, এসআই(নিঃ) আব্দুল আলীম, এসআই(নিঃ) সিপন চন্দ্র মজুমদার, এএসআই(নিঃ)/মোঃ ইব্রাহিম ভুইয়াসহ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন সোনাইমুড়ী বজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ উত্তর রসুলপুর জনৈক লোকমান মিয়ার একতলা বিল্ডিং এর দক্ষিন পশ্চিম পাশের কক্ষের ভিতর হইতে আসামী ইসমাইল হোসেন টিপু (৩৫), পিতা-মৃত নুরুজ্জামান, মাতা- নিলুফা বেগম, সাং- আলীপুর (আজগর হাজী বাড়ী), ৩নং ওয়ার্ড, চৌমুহনী পৌরসভা, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা অবস্থায় তাহাদের দখল হইতে ১০২৫ (এক হাজার পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৩,০৭,৫০০/-(তিন লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা, তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলা জব্দ তালিকা তৈরী করা এবং বিধি মোতাবেক আসামী হেফাজতে নেওয়া হয়। মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মূল্যবান মতামত দিন: