বান্দরবানে বিজিবি'র অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | ১৭ জুলাই ২০২২, ০৯:০২

সংগৃহীত

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, মদ এবং সিগারেট উদ্ধার করেছে বিজিবি।

শনিবার দিবাগত রাতে দোছড়ি ইউনিয়নের পুট্টারঝিরি এলাকায় পাহাড়ের ঢালুতে ছড়ার পার্শ্বে পরিত্যক্ত বস্তা বন্দি অবস্থায় মাদকদ্রব্য জিনিস উদ্ধার করা হয়।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিনুসারে, গোপন সংবাদ পেয়ে পুট্টারঝিরি এলাকায় বিজিবি অভিযান চালায়। এসময় পরিত্যক্ত বস্তা ভিতরে ডায়ানা ৩৫০ টি, মেঘনাম ৬টি, গান ১টি, চাইনিজ রাইফেল ১টি,১২ বোর ১টি, দেশীয় তৈরী পিস্তল ১টি, দেশীয় তৈরী একনলা বন্দুক ০
৮টি, বার্মিজ মদ (মার্ডালে রাম ৭০০ এমএল) ১২টি বোতল, বার্মিজ সিগারেট ১০ প্যাকেট ২০০টি এবং বার্মিজ বস্তা ০৪টি মালিকানা বিহীন উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি-১১বিজিবি'র অধীনায়ক লেঃকর্নেল রেজাউল করিম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন: