পটুয়াখালীর গলাচিপায় ভূমিদস্যু কতৃক জবরদখল ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১৭ জুলাই ২০২২, ০২:৫৬

সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় জালিয়াত চক্রের মূল হোতা শতাধিক পরিবারের বন্দোবস্তকৃত জমির ভূয়া কাগজপত্র তৈরি করে ভূমিদস্যু মো. নজরুল ইসলাম কতৃক অসহায় হতদরিদ্র পরিবারের সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় দক্ষিণ চরবিশ্বাস চরে শত শত অসহায় হতদরিদ্র ভূক্তোভোগী কৃষক পরিবারের অংশগ্রহনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কৃষক আনোয়ার হোসেন মৃধা, মন্নান মাতুব্বর, সামসুল হাওলাদার , ওয়াজেদ আকন, শাহিনুর বেগম ও রুনা বেগম।

বক্তারা বলেন, ২০০৬ সালে তাদেরকে সরকার জমি বন্দোবস্ত দেয়। সেই থেকে তারা জমি ভোগদখল করিয়া আসছে। হঠাৎ নজরুল ভূয়া কাগজপত্র তৈরি করে জমি দাবি করে ঘের করতে চায় এবং বেশ কয়েকটি মিথ্যে মামলা দায়ের করে। তাই সরকারের কাছে জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান।


আপনার মূল্যবান মতামত দিন: