তেঁতুলিয়ায় পাথর উত্তোলনের সময় নিষিদ্ধ ড্রেজার মেশিন জব্দ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় | ১৪ জুলাই ২০২২, ১৮:৪৮

সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর উত্তোলনের সময় নিষিদ্ধ ড্রিল ড্রেজার মেশিন (বোমা মেশিন) জব্দ করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রাম থেকে মেশিনটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, ভজনপুর গনাগছ এলাকায় অবৈধভাবে নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে একটি মহল পাথর উত্তোলন করছিল। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহেরুল ইসলাম ও এসআই দিনবন্ধুর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে গেলে তাদের উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায় ড্রেজার মেশিনে পাথর উত্তোলনকারী শ্রমিক ও মেশিনের মালিক। পরে গনাগছ এলাকার করতোয়া নদী সংলগ্ন পাথরের সাইটে পাওয়া সরঞ্জাম সহ ড্রেজার মেশিনটি জব্দ করে পুলিশ।

এসময় মেশিনের পাইপ ও অন্যান্য যন্ত্রাংশগুলো থানায় নেয়া হয়। তবে পালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহেরুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: