পটুয়াখালী জোয়ারের পানিতে পৌরসভার অধিকাংশ সড়ক প্লাবিত

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১৪ জুলাই ২০২২, ০৩:৫১

সংগৃহীত

পটুয়াখালীতে পূর্নিমার জোয়ের প্রভাবে স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে পটুয়াখালীর পৌরসভার অধিকাংশ রাস্তা ঘাট নতুন বাজার, পুরান বাজার আবাসিক এলাকা সহ অনেক ব্যাবসা প্রতিষ্ঠানে জোয়ারের পানি প্রবেশ করেছে।

পটুয়াখালী শহর রক্ষা বাধের অধিকাংশ স্রুলিচগেট অকেজো থাকায় সেখান থেকে শহরে পানি ঢুকে তলিয়ে গেছে রাস্তা ঘাট সহ আবাসিক এলাকা 

এ ছাড়া কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন ও চম্পাপুর ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে অন্তত ১৩ গ্রাম প্লাবিত হয়েছে। দু’দফা জোয়ারে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় ১০ হাজার মানুষ। তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলী জমি। ভেসে গেছে বেশ কিছু ঘের ও পুকুরের মাছ। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তাই ভাঙা বেড়িবাঁধ পুন:নির্মান কিংবা মেরামতের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। প্রতি বছর আমাবশ্যা ও পূর্ণিমার জোর প্রভাবে এই সব এলাকায় ভাঙ্গা বেরিবাধ থেকে লোকালয় পানি প্রবেশ করে।



আপনার মূল্যবান মতামত দিন: