সময় ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর চায়না জাল ধ্বংস

সায়েম খান | ৬ জুলাই ২০২২, ০৯:৫৪

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরের ভাতছালা বিলে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে হরিরামপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তার সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন । এ সময় কাউকে আটক করা হয়নি।

স্থানীয়রা জানান , উপজেলার চালা ইউনিয়নের ভাতছালা বিলে অবৈধ চায়না দুয়ারি বা চায়না জালের ফাঁদ পেতে দেশীও মাছ শিকার করছে স্থানীয় লোকজন। পরে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারি জাল অপসারণের জন্য থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করেন মৎস্য বিভাগ। এ অভিযান অবৈধ ৩০ টি চায়না দুয়ার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। এই চায়না দুয়ার জালের মূল্য আনুমানিক ২ লাখ টাকা।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন,উপজেলার চালা ইউনিয়নের সট্টি, খলিলপুর ও আগ্রাইল এলাকার ভাতছালা বিলে অভিযান চালায় উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে ৩০ টি জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালের আনুমানিক মূল্য দুই লাখ টাকার বেশি হবে।

 


আপনার মূল্যবান মতামত দিন: